একটি বই বের করবার একটা শখ ছিল বা আছে কিংবা নাই।
আজকাল পয়সা থাকলেই বই বের করা যায়।
"কাগজ দিয়ে কাগজ কিনে কাগজ বিক্রি করা আরকি"।
আমার প্রথম বই টা আপনাকেই উৎসর্গ করব। গোটা গোটা অক্ষরে প্রথম পেইজটায় লেখা থাকবে সেটা।
আচ্ছা , বই বের হলে আপনি জানবেন কি করে? আমি তো কেউ ই না। হাজারো বইয়ের মাঝে আমার বইটা তলানী হয়ে থাকবে। তাছাড়া আপনার বাসাটা তো আমার চেনা নাই। শুধু মহল্লার নাম জানি। ইচ্ছা আছে একটা রিক্সা ভাড়া করব। মাইক ওয়ালা রিক্সা। প্রথমে একটা রোমান্টিক সাউন্ড বাজবে। এরপর ভেসে আসবে কিছু শব্দ-
" একটি ছাপানো বিজ্ঞপ্তি "
ইচ্ছে ছিল আপনার সাথে একসাথে বাসার বারান্দায় দাঁড়িয়ে কোন এক সূর্যাস্তওয়ালা বিকেলে কফি খাবো। ইচ্ছেটা পূরণ করে দিবেন। কথা দিলাম, আপনার দিকে তাকিয়ে থাকবোনা।
নিমন্ত্রন রইল ।
আপডেটঃ মানুষটি এখন আমার বউ ।
0 Comments:
Post a Comment